অনলাইন ডেস্ক
ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খুব স্বাভাবিক সুন্দর দেশ চলছিল। হঠাৎ করেই ভাস্কর্য নিয়ে রাজনীতি শুরু হয়েছে। বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ। বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে রাষ্ট্রীয় মূলনীতিকে তছনছ করেছে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল। তিনি ধর্ম ভিত্তিক রাজনীতি শুরু করেছেন।
বৃহস্পতিবার ভোলা হানাদার মুক্ত দিবসে ভোলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উদ্বোধন কালে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কথা বলেন মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক।
তিনি বলেন, আজ যারা ভাস্কর্য বিরোধী বক্তব্য দিচ্ছেন, তারা সবাই পড়ালেখা জানেন। তারা কি জানেন না, পৃথিবীর বহু ইসলামীক রাষ্ট্রে ভাস্কর্য রয়েছে। তাই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র না করার আহবান জানান ৬৯’এর গণঅভ্যুত্থানের মহানায়ক বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মোঃ কায়সার, উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ প্রমুখ। পরে দোয়া মোনাজাত করা হয়।
এছাড়া ভোলা হানাদার মুক্ত দিবেস উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালী বেড় করে মুক্তিযোদ্ধা সংসদ।
আরোও পড়তে পারেন : ডাকসুতে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা