অনলাইন ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে টেস্ট ও ওয়ানডেতে তিনি খেলবেন। বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এই খবর নিশ্চিত করেছেন।
সোমবার সংবাদ মাধ্যমকে নান্নু বলেছেন, “মুশফিক আমাকে জানিয়েছে সে টি-টোয়েন্টি সিরিজে খেলতে চায় না। এর কারণ, লম্বা সময়ের জৈব সুরক্ষা বলয়। কদিন পরই আবার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আসবে সফরে। তখন আবারও থাকা লাগবে জৈব সুরক্ষা বলয়ে।”
তবে মুশফিকের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন নান্নু, আমরা এই ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেইনি। কিন্তু এসব ক্ষেত্রে তাদের (ক্রিকেটারদের) সিদ্ধান্তের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে।
আগামী ৭ জুলাই থেকে সিরিজ শুরু হবে। টেস্ট সিরিজ শুরুর আগে ৩ ও ৪ জুলাই দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে সবকিছু নির্ভর করেছে জিম্বাবুয়েতে গিয়ে টাইগারদের কোয়ারেন্টিন পর্ব কতদিনের হবে তার ওপর। যদি ২৯ জুন জিম্বাবুয়েতে গিয়ে ৫ থেকে ৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হয়, তাহলে প্রস্তুতিমূলক ম্যাচ না হওয়ার সম্ভাবনাই বেশি।
ওয়ানডে ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ১৬, ১৮ এবং ২০ জুলাই।সবগুলো ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। এরপর ২৩, ২৫ এবং ২৭ জুলাই একই ভেন্যুতে হবে ৩ টি-টোয়েন্টি ম্যাচ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা