অনলাইন ডেস্ক
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ ডালি ৪৭ বছর বয়সী এই সেতুতে ধাক্কা দেয়। এতে সেতুটি ভেঙে পড়ে। এই ঘটনার সময় সেতু দিয়ে অনেক যানবাহন চলাচল করছিল এবং অনেক গাড়ি পানিতে ডুবে যায়।মার্কিন কর্মকর্তারা বলছেন, জাহাজে জ্বালানিসংক্রান্ত ত্রুটি দেখা দেয় এবং দুর্ঘটনার কিছুক্ষণ আগে এটি ডিসট্রেস কল জারি করেছিল।বিবিসির খবর অনুযায়ী, নিখোঁজ ছয়জনের সন্ধানে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু হয়েছে। এতে অনেক উদ্ধার জাহাজ ও হেলিকপ্টার অংশগ্রহণ করেছে। এ ছাড়া দুজনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
মার্কিন কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিরাল শ্যানন গিলরথ সন্ধ্যায় বলেছেন, নিখোঁজ ছয়জন মারা গেছেন বলেই আমরা ধারণা করছি। তারা যে তাপমাত্রার পানিতে পড়েছে এবং যতক্ষণ পানির নিচে অবস্থান করছেন তার ওপর ভিত্তি করে আমরা এই ধারণা করছি।
জাহাজ কোম্পানি সিনার্জি মেরিন গ্রুপ বিবিসিকে বলেছে, জাহাজে ২২ জন নাবিক ছিলেন। তারা সবাই ভারতের নাগরিক। এ ছাড়া বন্দর পাইলট হিসেবে বাল্টিমোরের দুই স্থানীয় নাগরিক কাজ করছিলেন। তারা সবাই সুস্থ আছেন। কেউ কোনো ধরনের হতাহত হয়নি।
প্যাটাপসকো নদীর ওপর নির্মিত এই সেতুটির দৈর্ঘ্য ১ দশমিক ৬ মাইল। এতে চার লেনে গাড়ি চলাচল করত। এটি বাল্টিমোর বন্দরের ৩টি টোল ক্রসিংয়ের বাইরের দিক এবং বাল্টিমোর বেল্টওয়ের সংযোগ সেতু হিসেবে কাজ করে আসছিল।
সেতুটি সর্ব সাধারণের জন্য ১৯৭৭ সালের মার্চ মাসে খুলে দেওয়া হয়েছিল। স্টার স্প্যাঙ্গল্ড ব্যানারের লেখকের নামে এই সেতুটির নামকরণ করা হয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা