জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলির সদস্য, কুষ্টিয়া জেলা জাসদের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহাবুব আলী মাষ্টার হৃদরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া সরকারী হাসপাতালে যাবার পথে ইন্তেকাল করেন (ইন্না…..রাজেউন)।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। বিকাল ৪ টায় কুষ্টিয়া সদর উপজেলাস্থ ইসলামিয়া কলেজ মাঠে মরহুমের শ্রদ্ধা নিবেদন এবং রাত ৮ টায় নামাজে জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাজ সম্পন্ন হয়েছে।
জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এক শোক বার্তায় জাসদ কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলির সদস্য, কুষ্টিয়া জেলা জাসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাবুব আলী মাষ্টারের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।