জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যকরী কমিটি, কেন্দ্রীয় স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলির নাম ঘোষণা করা হয়েছে।
গত ২৮-২৯ ফেব্রুয়ারি এ ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এ কাউন্সিলে নির্বাচনী অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসানুল হক ইনু সভাপতি ও শিরীন আখতার সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন।
দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ১৩৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটির বাকি পদগুলো, ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় স্থায়ী কমিটি এবং ৫১ সদস্য বিশিষ্ট উপদেষ্টামন্ডলির সদস্যদের বিপরীতে নাম প্রস্তাব করেন। কাউন্সিল নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক আগামী তিন বছরের জন্য প্রস্তাবিত কেন্দ্রীয় কার্যকরী কমিটি, কেন্দ্রীয় স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলির নামের প্রস্তাব সর্বসম্মতভাবে চূড়ান্ত অনুমোদন করেন।
২০২০-২০২৩ সালের জন্য নির্বাচিত স্থানীয় কমিটিতে আছেন হাসানুল হক ইনু, শিরীন আখতার, এড. রবিউল আলম, মোশাররফ হোসেন, মীর হোসাইন আখতার, প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ডা. এম এ করিম, এড. হাবিবুর রহমান শওকত, এড. শাহ জিকরুল আহমেদ, রেজাউল করিম তানসেন, আফরোজা হক রীনা, নুরুল আখতার, নাদের চৌধুরী, মোখলেছুর রহমান মুক্তাদির, আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, মোহাম্মদ মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা