অনলাইন ডেস্ক
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রামু কোর্টের বিচারক দেলোয়ার হোসেন শিপ্রার জামিন মঞ্জুর করেন।
শিপ্রার আইনজীবী এডভোকেট অরূপ বডুয়া তপু এ তথ্য জানান।
এদিকে, মেজর সিনহার আরেক সহযোগী সিফাতুল ইসলাম সিফাতের জামিন আবেদন করা হলে শুনানির জন্য সোমবার দিন নির্ধারণ করা হয়।
এডভোকেট অরূপ বডুয়া বলেন, ‘শিপ্রার বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় জামিন আবেদন করা হয়। শুনানী শেষে মামলার তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত শিপ্রার জামিন মঞ্জুর করেন বিচারক। আদেশের লিখিত কপি কারাগারে পৌঁছার পর যেকোন সময় মুক্তি পাবেন শিপ্রা।’
সিফাতের আইনজীবী মাহাবুবুল আলম টিপু বলেন, ‘পুলিশের দায়ের করা হত্যা ও মাদকের দুটি মামলায় সিফাতের জামিন আবেদন করা হয়। শুনানী শেষে জামিনের জন্য সোমবার দিন ধার্য করেছেন আদালত। টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ এ আদেশ দেন।’
এদিকে, কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ নিহতের ঘটনায় ৭ আসামির রিমান্ড রোববার থেকে শুরু হচ্ছে। এছাড়া পলাতক দু’জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
গত ৩ জুলাই স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের ৩ শিক্ষার্থীসহ ইউটিউব চ্যানেলের জন্য ভ্রমণ ভিডিও তৈরি করতে কক্সবাজারে যান। ৩১ জুলাই রাতে শামলাপুরের একটি পাহাড়ি এলাকায় শ্যুটিং শেষে ফেরার পথে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সিনহা। তার সঙ্গে থাকা শিক্ষার্থী সিফাতকে সিনহার গাড়ি থেকে এবং শিপ্রাকে হোটেল থেকে পুলিশ গ্রেফতার করে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা