অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেন শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। এ নিয়ে তার বিরুদ্ধে হওয়া মোট সাত মামলাতেই জামিন পেলেন খালেদ।
এদিন আসামি খালেদের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। অন্যদিকে দুদকের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে তাকে আদালতে হাজির করা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেল সুপার সুভাষ কুমার জানান, খালেদ সবগুলো মামলাতে জামিন পেয়েছেন। আজ রাত ১০টার দিকে তিনি মুক্তি পান।
২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর র্যাবের প্রথম অভিযান হয় ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবে; সেখান থেকে ক্যাসিনোর সরঞ্জাম, জুয়ার কয়েক লাখ টাকা এবং শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। ওই দিনই গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয় খালেদকে।
তখন তার বিরুদ্ধে মুদ্রা পাচারের দুটিসহ মোট সাতটি মামলা হয়। তিনি সবগুলো মামলাতেই জামিন পেয়েছেন।
খালেদ গ্রেফতার হওয়ার তিন সপ্তাহ পর সম্রাট ৭ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামে গ্রেফতার হন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা