অনলাইন ডেস্ক
জামালপুর সদরের দিগপাইত এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থান জামালপুর অর্থনৈতিক অঞ্চলের। ৪৩৭ একর জমি উপর স্থাপিত এই অর্থনৈতিক অঞ্চলে এখন চলছে নানা কর্মযজ্ঞ। বিভিন্ন কলকারখানা স্থাপনের কাজ চলছে।
জামালপুরের এই অর্থনৈতিক অঞ্চলে কৃষি ও মসলাজাত পণ্য, পাট, চামড়া, সিরামিক, টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ও ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন পণ্য উৎপাদন করা হবে।
বেজা’র নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন জানান, জামালপুর অর্থনৈতিক অঞ্চলে প্রথম পর্যায়ে ২৩৯ একর জায়গার কাজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের ১০২ একর জমিতে উন্নয়ন কাজ চলছে। ইতোমধ্যে ১৯টি প্রতিষ্ঠানকে ১৮৮ একর জমি বরাদ্দ দেয়া হয়েছে।
এ প্রকল্পে স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং অর্থনীতির চাকা সচল হবে হবে বলে জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি।
চলতি বছরের শেষ দিকে কিছু প্রতিষ্ঠান উৎপাদনে যাবে। এই অর্থনৈতিক অঞ্চল জেলার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাবে বলে জানালেন, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ মোজাফ্ফর হোসেন ।
২০২২ সালের ২০শে নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা