সিনিয়র প্রতিবেদক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ নির্দিষ্ট পেশার ক্ষেত্রে দক্ষ কর্মী নেয়ার বিষয়ে পরীক্ষা দ্রুত আয়োজন করার জন্য অনুরোধ করেছেন। ৯ অক্টোবর, বুধবার জাপানের মিনিস্ট্রি অফ জাস্টিস মন্ত্রী কাৎসুইউকি কাওয়াইকের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ অনুরোধ করেন। তার কথায় জাপানী মন্ত্রী বিষয়টি পরীক্ষা করে ব্যবস্থা নিবেন এবং পরীক্ষার সিডিউল জানাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান এতথ্য জানান। এরপরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ জাইকা অফিসে জাইকা’র ভাইস প্রেসিডেন্ট কাজুহিকো কোশিকাওয়ার সাথে বৈঠক করেছেন। এই বৈঠকে বাংলাদেশে জাপান- বাংলাদেশ ল্যাংগুয়েজ সেন্টার স্থাপন ও যৌথভাবে অন্যান্য টিটিসিতে কারিগরি সহায়তা প্রদান বিষয়ে আলোচনা হয়েছে। জাইকা কর্তৃপক্ষ জানিয়েছে এসব বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেয়া হবে। বৈঠক দুটিতে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, মন্ত্রীর একান্তসচিব আহমদ কবীর এবং সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা