অনলাইন ডেস্ক
পুরো ম্যাচে মাত্র ২৬ শতাংশ বলের দখল রেখেও জার্মানিকে পরাজিত পক্ষ বানাতে পেরেছেন জাপান কোচ হাজিমে মরিয়াসু। এক গোলের লিড তাই কাজে আসেনি খেলার ফলাফলে। জার্মানির ভেঙে যাওয়া রেকর্ডটি মূলত এগিয়ে থাকা নিয়েই। ১৯৯৪ বিশ্বকাপে শেষবার প্রথমে গোল করে হারের স্বাদ নিতে হয় জার্মানিকে। সেই বিশ্বকাপের সেমিফাইনালে বুলগেরিয়ার বিরুদ্ধে লোথার ম্যাথাউসের গোলে এগিয়ে যায় জার্মানি। কিন্তু রিস্টো স্টয়চকভ ও ইয়োর্দান লেচকভের গোলে হেরেই মাঠ ছাড়তে হয় জার্মানদের।
এরপর কেটে গেছে ২৮ বছর। বিশ্বকাপের মঞ্চে জার্মানরা খেলে ফেলেছে ২৬টি ম্যাচ। কিন্তু প্রথমে গোল করে হারতে হয়নি কখনোই। অবশেষে কাতারে এসে ছেদ পড়লো সেই রেকর্ডে। আর ১৯৭৮ সালের পর এই প্রথমবারের মতো প্রথমার্ধে লিড নিয়েও পরাজিত পক্ষেই জার্মানিকে থাকতে হলো। অস্ট্রিয়ার বিরুদ্ধে সেই ম্যাচের পর প্রথমার্ধে এগিয়ে থেকেও ২১ ম্যাচ পর হারতে হলো জার্মানিকে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা