জানুয়ারি মাসে ৩২৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে
বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানুয়ারী মাসে মোট ৩২৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।
সংগঠনটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পত্রিকার রিপাের্টা অনুসারে ২০২০ সালের জানুয়ারী ১ মাসের মোট ৩২৬ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে মোট ১১৬ জন, তন্মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৯৬ জন, গণধর্ষণের শিকার হয়েছে ২০ জন, এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ২৪ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছে ৮ জন। যৌন নির্যাতনের শিকার হয়েছে ১০ জন।
এতে বলা হয়েছে, অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৩ জন। অপহরণের ঘটনা ঘটেছে মোট ১৫ জন। নারী ও শিশু পাচার করা হয়েছে ২ জন। বিভিন্ন কারণে ৪০ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ৩ জনকে। যৌতুকের কারণে নির্যাতন করা হয়েছে ১৫ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১০ জন। উত্ত্যক্ত করা হয়েছে ৭ জন, তন্মধ্য উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেছে ১ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন নির্যাতনের কারনে ২১ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এবং ১৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ফতোয়ার শিকার হয়েছে ৪ জন। বাল্যবিবাহ হয়েছে ১০ জন ও বাল্যবিবাহের চেষ্টা করা হয়েছে ৯ জন। সাইবার ক্রাইম অপরাধের শিকার ৫ জন। এছাড়া অন্যান্যরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে ৯ জন নারী ও শিশু।
মহিলা পরিষদ দেশের ১৪টি জাতীয় দৈনিক থেকে এই তথ্য সংগ্রহ করেছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা