অনলাইন ডেস্ক
আজ সোমবার সকাল ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়।
বাজেটের বরাদ্দ ও ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় বক্তব্য রাখছেন সংসদ সদস্যরা।
এর আগে, গতকাল জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থবিল ২০২৩-২৪ পাস করা হয়। সরকারি ও বিরোধী দলের সদস্যরা প্রস্তাবিত বাজেটের ওপর সংশোধনী আনেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এই অর্থ বিলে, আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিলেই অন্তত ২০০০ টাকা কর দেওয়ার আলোচিত প্রস্তাবটি প্রত্যাহার করা হয়।
রোববার, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্রস্তাব প্রত্যাহারসহ আরও কিছু সংশোধনী জাতীয় সংসদের বাজেট অধিবেশনে উত্থাপন করলে কণ্ঠভোটে এ বিল পাস করা হয়।
গত পহেলা জুন, মোট ৭লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা খরচের নতুন বাজেট প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী।
এবারের বাজেটের মূল দর্শন- ২০৪১ সালের মধ্যে আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। তাই বাজেটের প্রতিটি খাতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বিষয়টি প্রাধান্য পেয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা