ভারত সফরের আগে জাতীয় দলের দুটি প্রস্তুতি ম্যাচের জন্য জাতীয় লিগ থেকে ৯ ক্রিকেটারকে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যাদের ডাকা হয়েছে তারা হলেন – দুটি দল গড়তে সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, ইবাদত হোসেন, নাঈম হাসান, ইয়াসির আলী চৌধুরী, আবু হায়দার, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার ও সোমবার নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি ম্যাচ খেলবে জাতীয় দল। ১৫ সদস্যের দল থেকে এরই মধ্যে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন ও তামিম ইকবাল। দলে না থাকলেও স্কোয়াডের সঙ্গে অনুশীলন করছেন ইমরুল কায়েস।
বৃষ্টির কারণে দুটি ভেন্যুতে ম্যাচ শুরু হয়নি শনিবার। এভাবে খেলোয়াড় ডাকায় যে দুই ভেন্যুতে খেলা শুরু হয়ে গেছে সেই দুই ম্যাচে যে সমস্যা হবে স্বীকার করেছেন বিসিবি প্রধান।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা