আগামী ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক নবম সম্মেলন ২০১৯ উপলক্ষে সস্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে । উক্ত সম্মেলন সফল করার লক্ষে দপ্তর উপ-কমিটি গঠিত হয়েছে । রবিবার (৮ ডিসেম্বর) সম্মেলন উপলক্ষে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক হলেন আহবায়ক- এ্যড. মোঃ রেজাউল ইসলাম ভুইঁয়া, সদস্য সচিব-সুলতান মাহমুদ সদস্যরা হলেন- আশরাফ সিদ্দিকী, এম এ রাজ্জাক খান , আনিস -উর – রহমান খোকন , মাহবুবুর রহমান খসরু, মোঃ আলাউদ্দিন, সাইফুল ইসলাম শোভন ও মমতাজ উদ্দিন ।
আন্তর্জাতিক উপ কমিটিতে আছেন – আহবায়ক- মোঃ হাবিবুর রহমান , যুগ্ম আহবায়ক – মাহমুদুর রহমান মাহমুদ , সদস্য সচিব- মেজর (অব.) আশরাফ উদ দৌলা , সদস্য – এম এ মুনিম চৌধুরী বাবু , সাকিব রহমান ও শেখ মোহাম্মদ ফায়জউল্লাহ শিপন ।
সাংস্কৃতিক উপ কমিটিতে আছেন – আহবায়ক- মাসুদ পারভেজ সোহেল রানা , সদস্য সচিব-নাজমুল খান
সদস্য -কন্ঠ শিল্পী ,সাফিন আহমেদ , আমজাদ হোসেন দীপ্তি , আসাদ বাবু , লুতু সরকার , সুজন সাধক , সুলতান মাহম্মুদ , ফেরদৌস মনির , মোতাহার হোসেন সিদ্দিকী , সাজিউল ইসলাম রকি , দেলোয়ার হোসেন , হৃদয় খান , নুরুন নবী , শাহাদাৎ হোসেন স্বপন , ইকবাল আজিজ বিজু, জহিরুল ইসলাম মিন্টু , রবিউল ইসলাম রিপন , তামান্না হক , আলাউদ্দিন আহমেদ ও এলাহান উদ্দিন ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা