জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতীয় মহিলা পার্টিকে রাজনীতি করতে অনেক চ্যালেঞ্জের সম্মূখীন হতে হয়। দেশের ভোটারের অর্ধেকরই বেশি নারী ভোটার। সেক্ষেত্রে পার্টিকে ক্ষমতা নিতে হলে অবশ্যই নারীদেরই নেতৃত্বে অগ্রণী ভুমিকা রাখতে হবে।
সোমবার (৪ নভেম্বর) জাতীয় মহিলা পার্টির সভায় তিনি এসব কথা বলেন।
মহিলা পার্টির উদ্দ্যেশ্যে জি.এম কাদের বলেন, প্রত্যেকটি জেলা, উপজেলা ও মহানগরে মহিলা পার্টির সংগঠনকে সাংগঠনিকভাবে সুসংগঠিত করুন। যেকোনো সমস্যায় পার্টির চেয়ারম্যান, মহাসচিব ও দায়িত্বশীল ব্যক্তিরা সার্বক্ষণিক আপনাদের পাশে আছে এবং থাকবে।
তিনি বলেন, চরিত্রের গুণাবলি ও ব্যত্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে দায়িত্ব প্রদান করলে পার্টি শক্তিশালী ও সুংসংগঠিত হবে সেদিকে সকলের লক্ষ্য রাখতে হবে এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। নিজের মূল্যায়ন নিজেরা করলে হবেনা, অপরকে মূল্যায়ন করতে সুযোগ দিতে হবে। তাহলেই আপনাদের বিষয়ে অবগত হওয়ার আমাদের সুযোগ থাকবে।
পার্টির মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেন, এরশাদমুক্তি আন্দোলনে জাতীয় মহিলা পার্টি অনেক নির্যাতন, নিপীড়ন, রক্তক্ষয় ও অত্যন্ত কঠিন পরিশ্রম করে জাতীয় পার্টিকে ক্ষমতায় নেওয়ার লক্ষ্যে আজও কাজ করে যাচ্ছেন। সে তুলনায় আমরা আপনাদের মূল্যায়ন করতে পারি নাই।
তিনি বলেন, ভবিষ্যতে আপনাদের এই ত্যাগের যথাযোগ্য মূল্যায়ন করা হবে।
জাতীয় মহিলা পার্টি কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন জাতীয় মহিলা পার্টির সভানেত্রী ও প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম। সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার সভা সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, মহিলা পার্টি ঢাকা মহানগর উত্তর সভাপতি ডা. সেলিমা খান, কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাড. শাহিদা রহমান রিংকু, শারমিন পারভীন লিজা, মাহমুদা রহমান মুন্নি, রিতু নূর, সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাড. লাকী বেগম, তাসলিমা আকবর রুনা, আলেয়া বেগম, ফরিদা সিকদার, মিনি খান, মনোয়ারা বেগম ইতি, শাহানাজ পারভীন, জেসমিন নুর প্রিয়াংকা, সিমানা আমীর প্রমুখ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা