অনলাইন ডেস্ক
জাতীয় পুরস্কারের মোট ২৮টি ক্যাটাগরির মধ্যে এবার ২৬টি ক্যাটাগরিতে পুরস্কারের জন্য সুপারিশ করেছে জুরিবোর্ড। বাকি ২টি ক্যাটাগরিতে কাউকে পাওয়া যায়নি বলে জানা গেছে। জুরিবোর্ডের সদস্য নিজামুল কবির বলেন, ‘গতকাল জুরিবোর্ডের শেষ সভায় আমাদের পক্ষ থেকে মনোনয়ন প্রক্রিয়ার কাজ শেষ করেছি। ক্রাইটেরিয়া অনুযায়ী সুপারিশ করা হয়েছে। তালিকা তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বা হবে। ক্যাবিনেট অনুমোদন দিলে পুরস্কার বিতরণের প্রশ্ন আসবে।’ এই বছর সব ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘২৮টি ক্যাটাগরির মধ্যে ২৬টি ক্যাটাগরিতে সম্ভবত আমরা সুপারিশ করেছি। দুটি ক্যাটাগরিতে কাউকে পাওয়া যায়নি। কিন্তু সেরা অভিনেত্রী, অভিনেতা, খলনায়ক, পরিচালক, নৃত্য পরিচালক, সাজসজ্জা এগুলো পাওয়া গেছে।’ গত আগস্টে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুরস্কারের জন্য ২০২০ সালে মুক্তি পাওয়া সিনেমা আহ্বান করে মন্ত্রণালয়। এ বছর জমা পড়ে মোট ২৭টি সিনেমা। এর মধ্যে ১৪টি পূর্ণদৈর্ঘ্য, ৭টি স্বল্পদৈর্ঘ্য ও ৬টি প্রামাণ্যচিত্র রয়েছে।fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা