অনলাইন ডেস্ক
সোমবার (১৪ সেপ্টেম্বর) দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এরইমধ্যে এ বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম। তবে মশিউর রহমান রাঙ্গাকে কেনো অব্যাহতি দেয়া হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
জানা গেছে, কোনো রকম শোকজ বা নোটিশ ছাড়াই অব্যাহতি দেয়া হয়েছে মশিউর রহমান রাঙ্গাকে। তবে সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে জাতীয় পার্টির গঠনতন্ত্র নিয়ে খোলামেলা মন্তব্য করায় তাকে বহিষ্কার করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
এর আগে, সর্বশেষ কাউন্সিলে জাতীয় পার্টির মহাসচিব নির্বাচিত হয়েছিলেন মশিউর রহমান রাঙ্গা। এর কয়েক মাসের মাথায়ই তাকে মহাসচিব পদ থেকে সরিয়ে দেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।
প্রসঙ্গত, গত জাতীয় সংসদ নির্বাচনের সময়ে জাপার তৎকালীন মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে রাঙ্গাকে মহাসচিব করা হয়। এরশাদের মৃত্যুর পর জিএম কাদের এর চেয়ারম্যান পদ নিয়ে জাপায় বিভক্তি দেখা দিলে শক্তহাতেই দলকে ভাঙনের হাত থেকে রক্ষা করেছিলে তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা