অনলাইন ডেস্ক
বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টিতে মোট রান হয়েছে ৪০৯। যা দেশের মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের স্কোর। এটি পেছনে ফেলেছে ২০১৩ সালে মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ৩৯৩ রানের স্কোরকে।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ রানের স্কোর এটি। এর আগে ২০১৮ সালে কলম্বোতে সর্বোচ্চ রানের স্কোর ছিল ৪২৯। সে ম্যাচেও প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।লঙ্কানদের বিপক্ষে এ ম্যাচে ১১টি ছক্কা হাঁকান বাংলাদেশের ব্যাটাররা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর চেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড আছে দুবার। ২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কা এবং ২০২০ সালে মিরপুরে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। দুই ম্যাচেই ছক্কা হয়েছিল ১২টি।
৩৪ বলে ৬৮ রানের ইনিংসে ৬টি ছক্কা হাঁকান জাকের আলী। যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড। এর আগে সর্বোচ্চ পাঁচটি করে ছক্কা মারার রেকর্ড ছিল নাজিমউদ্দিন, জিয়াউর রহমান, তামিম ইকবাল, লিটন দাস এবং মাহমুদউল্লাহ রিয়াদের।
শেখ মেহেদী হাসান ও জাকের আলী, ২৭ বলে ৬৫ রানের জুটি গড়েন। সে সময় দুই ব্যাটার মিলে ওভার প্রতি ১৪.৪৪ রানরেটে রান তোলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ছাড়ানো জুটিতে যা বাংলাদেশের সর্বোচ্চ। পেছনে পড়েছে ২০২৩ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে লিটন-রনির জুটি, যা ছিল ১৩.২৮।
বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৩ উইকেটে ২০৬ রান। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে ২০১৮ সালে সিলেটে ৪ উইকেটে ২১০ রান করেছিল শ্রীলঙ্কা। যে রেকর্ড এখনও অক্ষুন্ন।
সিলেটে টাইগারদের বিপক্ষে লঙ্কান ব্যাটাররা ছক্কা হাঁকান ১২টি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে যা লঙ্কানদের সর্বোচ্চ ছক্কা। এর আগে ২০২৩ সালে ভারতের বিপক্ষে ১৪টি ছক্কা হাঁকায় লঙ্কানরা। যা এখনো এক ম্যাচে শ্রীলঙ্কার সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
এ ম্যাচে ৬টি ছক্কা মারেন চারিত আসালাঙ্কা। যা টি-টোয়েন্টি বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের রেকর্ড। এর আগে ২০১৮ সালে কলম্বোয় কুশল মেন্ডিস ও ২০২১ সালে শারজায় আসালাঙ্কা মেরেছিলেন ৫টি করে ছক্কা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা