অনলাইন ডেস্ক
সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর গুলশানে একটি পার্কের উদ্বোধন অনুষ্ঠানে শেষে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। সেখানে কথা বলার এক পর্যায়ে বাংলাদেশ দলের টেস্ট প্রসঙ্গ আসলে পাপন বলেন, ‘প্রথম টেস্ট নিয়ে আসলে আমার বলার কিছু নেই। তবে যদি বলতেই হয় তাহলে আমি জাকির হাসানের কথা বলতে চাই। জাকিরের এটি ছিল প্রথম টেস্ট। জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ। সেই প্রথম ম্যাচেই ভারতের মতো কঠিন শক্তিশালী একটি দলের সঙ্গে সে সেঞ্চুরি করলো, এটি খুবই অসাধারণ ব্যাপার।’ভারতের মতো দলের বিপক্ষে ওপেনিং পজিশনে খেলাটা অনেক কঠিন ব্যাপার বলে মনে করেন পাপন। এমন পজিশনে নেমেও ভালো করেছে জাকির। তবে একটা ম্যাচে সেঞ্চুরি করেছে বলে সামনে আরো ভালো করবে এমন নয় সেটাও মনে করিয়ে দিলেন এই বিসিবি প্রধান।পাপন যেমনটা বলছিলেন, ‘ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে আসা দল। সেই ভারতের সঙ্গে ওপেন পজিশনে খেলাটা অনেক কঠিন ব্যাপার। সেখানে সে ভালো করেছে। তবে একটা ম্যাচে সেঞ্চুরি করলেই যে, পরে আরও খুব ভালো করবে তা কিন্তু নয়। কিন্তু আমি আশাবাদী জাকির ভালো খেলবে, সে সম্ভাবনাময় ক্রিকেটার।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা