অনলাইন ডেস্ক
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার পুলিশ গতকাল মঙ্গলবার মধ্যরাতে জানিয়েছে যে, গত কয়েকদিন ধরে চলা দাঙ্গা ও লুটপাটের ঘটনায় দেশটিতে অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে।সেসময় অন্তত এক হাজার ২৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন।
প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ আফ্রিকায় করোনা মহামারির কারণে ঘোষিত নিষেধাজ্ঞায় অর্থনৈতিক মন্দা ও সামাজিক অসন্তোষ সৃষ্টি হয়েছে।চলতি বছরের প্রথম প্রান্তিকে দক্ষিণ আফ্রিকায় বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬ শতাংশে।দেশটির নিরাপত্তা কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সরকার সংঘর্ষ ও লুটপাট বন্ধে কাজ করে যাচ্ছে।
জ্যাকব জুমাকে গ্রেপ্তারের পর তার নিজ প্রদেশ কাওয়াজুলু-নাটাল থেকে সংঘর্ষ দেশটির প্রধান শহর জোহানেসবার্গ ও অন্যান্য প্রদেশে ছড়িয়ে পড়ে।
২০০৯ থেকে ২০১৮। তাঁর শাসনকালের এই সময় জুড়ে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিদ্ধ দেশের প্রাক্তন প্রেসিডেন্ট জেকব জ়ুমার। সেই সূত্রে তাঁর বিরুদ্ধে তদন্তে নামে দক্ষিণ আফ্রিকার প্রশাসন। আদালত তাঁকে সশরীরে হাজিরা দিতে নির্দেশ দিলেও তিনি তা করেননি। আদালতের অবমাননায় সম্প্রতি ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। যার পরেই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এই হিংসা। শৃঙ্খলা ফিরিয়ে আনতে দেশটিতে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন করা হয়েছে।
জুমার সমর্থকদের অভিযোগ, তারা দেশটির বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাপোসার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা