অনলাইন ডেস্ক
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত জলবায়ু পরিবর্তনের অভিযোজনে স্থানীয় মিডিয়ার ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় পরিবেশ মন্ত্রী জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক উল্লেখ করে কন্টেন্ট তৈরির জন্য সাংবাদিকদের আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকদেরকে বাস্তুচ্যুত মানুষের দুর্দশার কথা তুলে ধরতে হবে। ব্যক্তিগত গল্পকে সবার সামনে ফোকাস করতে হবে। একই সঙ্গে তরুণদেরও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত হওয়ার আহ্বানও জানান তিনি।
সাবের হোসেন আরও বলেন, মানুষের গল্প সবার সামনে তুলে ধরে এবং তথ্য প্রচারের শক্তিকে কাজে লাগিয়ে আমরা জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় পদক্ষেপ নিতে চাই। বিশ্ব সম্প্রদায়ের কাছে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশের ক্ষতির বিষয়গুলো তুলে ধরতে হবে। আমরাও জলবায়ু অভিযোজনকে জাতীয় অ্যাজেন্ডা হিসেবে গণ্য করি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা