আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ক্যান্সার বিরোধী ১০টি সংগঠনের জোট ‘মার্চ ফর মাদার’ রবিবার ( ৮ মার্চ) সকাল দশটায় জরায়ু মুখের ক্যান্সার সচেতনতায় ‘জননীর জন্য পদযাত্রা’ আয়োজন করে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংক্ষিপ্ত সমাবেশের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে সূচনা বক্তব্য রাখেন জননীর জন্য পদযাত্রার প্রধান সমন্বয়কারী ও জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
তিনি জানান, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার- আইএআরসি’র সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে নারী ক্যান্সার রোগীদের মধ্যে স্তন ক্যান্সারের পরেই জরায়ুমুখের ক্যান্সারের অবস্থান। প্রতিবছর এই ক্যান্সারে ৮,০৬৮ জন নারী নতুন করে এই ক্যান্সারে আক্রান্ত হন, নারী ক্যান্সার রোগীর প্রায় ১২%। মারা যান ৫,২১৪ জন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক সাবেরা খাতুন বলেন, জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধযোগ্য। ব্যাপক জনসচেতনতা ও সঠিক ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে এটা সম্ভব।
সভায় আরো বক্তব্য রাখেন, ওজিএসবির পক্ষ থেকে অধ্যাপক সালেহা চৌধুরী, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের পক্ষে অধ্যাপক ডাঃ মালিহা রশিদ, সিসিইপিআর-এর পক্ষে মোসাররত জাহান সৌরভ, ওয়াইডাব্লিউসিএ-র পক্ষে মেরি মার্গারেট রোজারিও, ইএইচআরডি’র পক্ষে ক্যান্সার সারভাইভার রোকেয়া রুমি ও মেডিসিন ক্লাবের পক্ষে আপন।
সিনিয়র রিপোর্টার শাহনাজ পারভিন এলিস ও তামাক বিরোধী জোটের অনন্যা রহমান ও বক্তব্য রাখেন। বিএসএমএমইউ-এর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক শহীদুল্লাহ শিকদার ও রেজিষ্ট্রার অধ্যাপক এম এ হান্নান এবং ইউএনএফপিএ’র পক্ষে শামসুজ্জামান বক্তব্য রাখেন।
‘মার্চ ফর মাদার’ মোর্চার আয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, ইউএনএফপিএ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
আরও যেসব সংগঠন আজ পদযাত্রায় যোগ দেয়ঃ বাংলাদেশ তামাক বিরোধী জোট, ডাব্লিওবিবিট্রাস্ট, টিসিআরসি অব ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি ,নারীপক্ষ, রোটারি ক্লাব অব ঢাকা কাওরান বাজার, রোটারি ক্লাব অব ঢাকা আরবানা ও ইনার হুইল ক্লাব অব ঢাকা কসমো পলিটান।
সৌদী প্রবাসী সোহরাব মাসুদ চট্টগ্রাম থেকে সপরিবারে ঢাকায় এসেছেন এই পদযাত্রায় যোগ দিতে। তার বক্তব্য সবাইকে উতসাহিত করে।
সমাবেশ শেষে প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দিয়ে জোটের স্বেচ্ছাসেবকদের একটি দল সাধারন মানুষের কাছে পৌঁছে দেয় জরায়ুমুখের ক্যান্সার নিয়ে সহজ বাংলায় লেখা একটি লিফলেট।এই লিফলেটে স্মার্টফোনের সাহায্যে কিউআর স্ক্যানারের মাধ্যমে এ সংক্রান্ত ভিডিও দেখার ব্যবস্থা আছে।
পদযাত্রাটি এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, ল্যাবএইড, ধানমণ্ডি, কলাবাগান, রাপা প্লাজা, আড়ং, আসাদগেট হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে গিয়ে শেষ হয়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা