রবিবার থেকে ভারী তুষারপাতের কারণে হিমালয়ান অঞ্চলের একাধিক অংশের জনজীবন স্থবির হয়ে পড়েছে।
গত ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীরে তুষারপাতে কমপক্ষে ৬৭ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে পাক অধিকৃত কাশ্মীরেই সবচেয়ে বেশি ৫৭ জন এখনও পর্যন্ত তুষারপাতে মারা গিয়েছেন।
কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনা সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১০ জন ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে তুষারপাতে মারা গিয়েছেন। নিহতদের মধ্যে তিন জন ভারতীয় সেনা জওয়ান। এখনও একাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।
তুষার সরিয়ে হাইওয়ে উন্মুক্ত করা সম্ভব হয়নি। বহু মানুষকে দুর্যোগের হাত থেকে রক্ষা করে, নিরাপদ জায়গায় রাখা হয়েছে।
বাংলাদেশী ও ভারতীয় রাষ্ট্রপরিচালিত বেতার সম্প্রচার বিনিময় শুরু
পাক কাশ্মীরের এক কর্মকর্তা জানিয়েছেন, নীলুম উপত্যকায় ভারী তুষারপাত পাশাপাশি বৃষ্টির কারণে ধস নমে গ্রামবাসীদের অনেকেই আটকা পড়েছেন। নিখোঁজ মানুষের সংখ্যাও কম নয়। এখনও উদ্ধারকাজ চলছে।
রবিবার থেকে ভারী তুষারপাতের কারণে হিমালয়ান অঞ্চলের একাধিক অংশের জনজীবন স্থবির হয়ে পড়েছে। কাশ্মীরের থেকেও সঙ্গিন অবস্থা পাক অধিকৃত কাশ্মীরের।
তিন জন ভারতীয় সেনা জওয়ান ইতিমধ্যেই তুষারপাতে নিহত হয়েছেন। খোঁজ নেই আরও একজনের। এঁরা সকলেই মাচিল সেক্টরে কর্মরত ছিলেন। এনডিটিভি।
Like & Share our Facebook Page: Facebook