অনলাইন ডেস্ক
রোববার (২০শে অক্টোবর) রাতে গান্ডারবাল জেলার গগনগিরে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই হামলার সময় শ্রমিকদের ওই ক্যাম্পে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও পাঁচজনকে। তারা সবাই একটি টানেল তৈরির কাজে যুক্ত ছিলেন।
হামলায় হতাহত শ্রমিকরা সাড়ে ৬ কি.মি. দীর্ঘ একটি টানেল তৈরির কাজে যুক্ত ছিলেন। টানেলটি সোনমার্গ ও গান্ডারবালের গগনগিরের মধ্যে সংযোগ স্থাপন করবে। যার ফলে পর্যটকদের সুবিধা হবে।
পুলিশ জানিয়েছে, রোববার রাত ৮টা ১৫ মিনিটের দিকে বেসরকারি এক সংস্থার ওই ক্যাম্পে ঢুকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালাতে শুরু করে হামলাকারীরা। মৃতদের তালিকায় রয়েছেন বুদগামের চিকিৎসক শাহনাওয়াজ।
এ ঘটনার নিন্দা করেছেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “ভীরু ও কাপুরুষের মতো শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে সোনমার্গ এলাকায়। নিরস্ত্র এই নিরীহ শ্রমিকদের ওপর হামলার তীব্র নিন্দা করছি। মৃতদের স্বজনদের সমবেদনা জানাই।”
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা