অনলাইন ডেস্ক
বুধবার (২ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ভার্চুয়াল মিটিংয়ে এনইসি সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘আজকে ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকা চূড়ান্তভাবে উন্নয়ন বাজেট চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। ১ হাজার ৭৫৪ প্রকল্পে এই অর্থ ব্যয় হবে।’
পরিকল্পনামন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নে সব থেকে বড় সমস্যা জমি অধিগ্রহণ। কোনো প্রকল্প বাস্তবায়নের আগে সবার অগোচরে জমির ছবি তুলে রাখতে বলেছেন প্রধানমন্ত্রী। উন্নয়ন বাজেট অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন বলে জানান মন্ত্রী।
প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘সরকার নানা ধরণের প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প বাস্তবায়নে জমির প্রয়োজন। প্রধানমন্ত্রী জমির সঠিক মূল্য দিতে বলেছেন। এছাড়া প্রধানমন্ত্রী আরও বলেছেন প্রকল্প বাস্তবায়নের জমির দরকারে হলে তার আগে সেই জমির ছবি তুলে রাখতে হবে। জমি অধিগ্রহণের সময় কেউ যেন বলতে না পারে আমার জমিতে বিল্ডিং ছিল। এজন্য ছবি তুলে রাখতে হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘প্রকল্প বাস্তবায়ন ও জমি অধিগ্রহণের কথা শুনে অনেকে রাতারাতি জমিতে খুঁটি গেড়ে বসে। জমি অধিগ্রহণের আগে ফটো নিতে বলা হয়েছে। অনেকে ফসলের জমিকে বসতবাড়ি হিসেবে জাহির করে। অনেকে বলে বাপ-দাদার ভিটা জমিতে এটা ছিল, ওটা তাজমহল ছিল। কোনো জমি নিতে হলে আগে জমির ছবি নিতে বলেছেন যেন কেউ বলতে না পারে জমিতে এটা ছিল-ওটা ছিল।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা