অনলাইন ডেস্ক
রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুলের ছেলে বাদী হয়ে সূত্রাপুর থানায় একটি মামলা করেছেন বলে জানিয়েছেন সূত্রাপুর থানার ওসি মইনুল ইসলাম।
তিনি বলেন, সাভার পরিবহনের ওই বাসটি এখন থানায় আছে। ঘটনাস্থলে বুলবুল নামের এক পথচারী নিহত হয়েছেন। রিক্সাচালকসহ দুইজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে সাভার পরিবহনের একটি বাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে একটি রিকশাকে চাপা দেয়। এসময় বুলবুল নামের ওই পথচারী ঘটনাস্থলেই নিহত হন। রিকশাচালক ও আকাশ দাস নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তাকর্মী আহত হন।
পরে রিক্সাচালককে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়। আকাশ দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসির পেছনে থাকা মার্কেটের ফুটপাতের ওপর বাসটি উঠে যায়৷ এতে ওই মার্কেটের প্রধান ফটক ভেঙ্গে গেছে। পাশাপাশি রাস্তার পাশে থাকা ট্রাফিক পুলিশের সাইনবোর্ডটিও ভেঙে গেছে।
দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ রাস্তা বন্ধ ছিল। এতে করে যানজট সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ এসে বাসটি জব্দ করে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা