অনলাইন ডেস্ক
২৫ মার্চের কালরাতের শহীদদের স্মরণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিনই জন্মগ্রহণ করেন অভিনেতা ফারুক আহমেদ। সোশ্যাল মিডিয়ায় অনেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু শহীদদের শ্রদ্ধায় জন্মদিন পালন করেন না তিনি। এসব তথ্য নিশ্চিত করেছেন ফারুক আহমেদ নিজেই।
শুক্রবার (২৫ মার্চ) ফারুক আহমেদ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এই অভিনেতা লিখেন, ‘আজ ২৫ মার্চ। আজ কালরাত্রি। আজ গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা শহরে অতর্কিতে ঘুমন্ত জনগণের ওপর আক্রমণ চালায়। হত্যা করে হাজার হাজার নিরীহ মানুষ।’
জন্মদিন পালন না করার কারণ ব্যাখ্যা করে এই অভিনেতা লিখেন, ‘২৫ মার্চের ইতিহাস সকলেরই জানা। যে বিষয়টি মানুষ জানে না তা হলো, ২৫ মার্চ আমার জন্মদিন। হায়রে কপাল! ২৫ মার্চ কালরাত্রি আর গণহত্যা দিবসে আমার জন্মদিন। সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমি গণহত্যা দিবসে আমার জন্মদিন পালন করা থেকে বিরত থাকি। সকলকে আমার ভালোবাসা ও শ্রদ্ধা।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা