সিনিয়র স্টাফ রিপোর্টার : রুহিন (৭), সামিয়া (৩২), রাহুল (৩২) পরিবারের তিন সদস্যেরই গলা ব্যথা সঙ্গে খুশখুসে কাশি। রাজধানী ঢাকার বেশিরভাগ মানুষের মধ্যে এখন এই গলা ব্যথার সমস্যা দেখা যাচ্ছে। কারো গলায় ব্যথা হচ্ছে, কারো বা কণ্ঠস্বর ভেঙে গেছে। গলার প্রদাহজনিত এই পরিস্থিতি থাকবে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত এমনটিই জানাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারি পরিচালক ডা. আয়শা আক্তার।
তিনি জানা, শীত শুরুর আগে ঠিক যেমনটি সীজন চেঞ্চের কারণে মানুষের মধ্যে গলা ব্যথা-ঠাণ্ডাজনিত সমস্যা দেখা গেছে। এখন আবার এই ফেব্রুয়ারি-মার্চে এই সমস্যাটা দেখা যাচ্ছে। এটা অন্য কিছু না, আবহাওয়া পরিবর্তনের কারণে এটি হচ্ছে। কারণ, এখন হঠাৎ করে গরম পড়েছে। আবার দিনে গরম, রাতে ঠাণ্ডা দেখা যাচ্ছে।
তিনি জানান, গত নভেম্বর থেকে কন্ট্রোল রুমে নেয়া তালিকা অনুযায়ী, গত নভেম্বর থেকে এ পর্যন্ত সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬শ ৮৮ জন শাসতন্ত্রের সংক্রমণে। আর গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৮শ ২৭ জন। গত নভেম্বর থেকে এ পর্যন্ত শীতজনিত রোগে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৮৩ হাজার ৮৮ জন।
তিনি জানান, শ্বাসতন্ত্রের সংক্রমণের মধ্যে ঠাণ্ডা, সর্দি, কাশি, নিউমোনিয়া, এ্যাজমা এগুলো সবগুলোকেই আমরা ধরছি। এই রোগে যেমন শিশুরা, আক্রান্ত হচ্ছে তেমনি বয়স্করা আক্রান্ত হচ্ছে। অন্যদিকে, মধ্যবয়সীদের মধ্যেও এই রোগ দেখা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, সীজন চেঞ্জের এই সময়টায় গলা ব্যথার মতো সমস্যা সাময়িক। তবে, এই বিষয়টিকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উত্তম।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা