অনলাইন ডেস্ক
স্প্যানিশ সিরিজ ‘লা কাসা দে পাপেল’ পরে ইংরেজিতে ‘মানি হেইস্ট’ নামে প্রচার করে স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স।
নাজওয়া নিমরির চিত্রায়িত অ্যালিসিয়া সিয়েরার বন্দুকের মুখে দাঁড়িয়ে আলভারো মোর্তে বা দ্য প্রফেসর- এমন পরিস্থিতিতেই শেষ হয় সিজন ফোর। আর সিজন ফাইভের ট্রেলারে বেড়ে যায় সবার উত্তেজনা, যেখানে দ্য প্রফেসর বলেন, সম্ভবত শেষবারের মতো কথা বলছি আমি।
মানি হেইস্ট এর সিজন ফোর শেষ হয়েছিল যেখানে।
স্পেনের টাঁকশাল রয়েল মিন্ট থেকে টাকা ছাপিয়ে নিয়ে যাবে একদল ডাকাত। ডাকাতদের দলনেতা সের্গিও মার্কিনা, তিনি বেশি পরিচিত প্রফেসর নামে। এই দলের অন্য সদস্যদের নামগুলো শহরের নামে। যেহেতু ডাকাত আছে তাই স্বাভাবিকভাবেই থাকবে পুলিশ। ডাকাত ও পুলিশের এই টম অ্যান্ড জেরি খেলা বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়।
মানি হেইস্ট জ্বরে সবাই এতটাই কাবু যে ভারতের জয়পুরের একটি প্রতিষ্ঠান কর্মীদের ছুটি দিয়ে দিয়েছে গতকাল।
নেটফ্লিক্স জানিয়েছে, দুই ভলিউমে মুক্তি পাবে পঞ্চম মৌসুম। আজ প্রথম ভলিউম, আর দ্বিতীয় ভলিউম মুক্তি পাবে চলতি বছরের ৩ ডিসেম্বর।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা