অনলাইন ডেস্ক
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি। আরও বলেন, নির্বাচন কমিশনের সফলভাবে নির্বাচন পরিচালনার মাধ্যমে দেশে গণতান্ত্রিক শক্তি আরও সুদৃঢ় হয়েছে। নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, জনগণের রায় মেনে নিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থ ও পঞ্চমবারের মতো সরকারপ্রধানের দায়িত্ব নেয়ায় রাষ্ট্রপ্রধান তার বক্তব্যে শুভেচ্ছা জানান। চব্বিশের ভোটে নির্বাচিত সংসদ সদস্য ও দেশবাসীর শুভকামনা করেন।
এছাড়া, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করায় নির্বাচন কমিশন, জনপ্রশাসন, সশস্ত্রবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনী ও গণমাধ্যমকে ধন্যবাদ জানান মো. সাহাবুদ্দিন।
তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে একটি মহল সংঘাতের মাধ্যমে গণতন্ত্রের শান্ত-স্নিগ্ধ যাত্রাপথে বাধা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল, তাদের কর্মকাণ্ড সাময়িকভাবে জনগণকে উদ্বেগ-উৎকণ্ঠায় রাখলেও ভোটদান থেকে বিরত রাখতে পারেনি। তাই ভোটাধিকার প্রয়োগের জন্য সকল ভোটারদের উষ্ণ অভিনন্দন জানান রাষ্ট্রপতি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা