অনলাইন ডেস্ক
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৭টায় রাজধানীর দক্ষিণখান পশ্চিম থানার ৫০ নং ওয়ার্ডের আজমপুর এলাকায় নায্যমূলের বাজার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় সেলিম উদ্দিন বলেন, ‘রাজনীতি শুধু মানুষের জন্য’ কথাটা বেশ সুন্দর হলেও আমাদের দেশের প্রচলিত রাজনীতিতে তার কোন প্রতিফলন নেই। কারণ, একশ্রেণির রাজনীতিকের আত্মকেন্দ্রীকতা ও স্বার্থান্ধতার কারণেই আমাদের দেশের রাজনীতির কক্ষচ্যুতি ঘটেছে। বিগত ৫ বছরের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনা করলে সে নেতিবাচক চিত্রই আমাদের সামনে ভেসে ওঠে। এর ঠিক বিপরীত মেরুতে রয়েছে জামায়াতে ইসলামী। আমরা নিজেদের অর্থে অফিস ভাড়া দেই, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করি; সর্বোপরি আমাদের অর্জিত অর্থের সিংহভাগ জনগণের কল্যাণে ব্যয় করি। মূলত, জামায়াত একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক দল। আমরা ন্যায়- ইনসাফের ভিত্তিতে দেশকে একটি গণমুখী রাষ্ট্রে পরিণত করতে বদ্ধপরিকর। তিনি সেই কাক্সিক্ষত সমাজ বিনির্মাণে যেকোন ত্যাগ স্বীকারে সকলকে প্রস্তুত থাকার আহবান জানান।
তিনি বলেন, পতিত আওয়ামী জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারবিভাগ সহ রাষ্ট্রের সকল সেক্টরকে পরিকল্পিতভাবে দলীয়করণ করে দেশকে এক মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল। সবকিছু তুলে দেওয়া হয়েছিল কুলাঙ্গারদের হাতে। তাই সময় এসেছে এসব কুলাঙ্গার ও অর্বাচীনদেরর কবর দেওয়ার। এদেশে আর কখনো জুলুম-নির্যাতন, হত্যা-সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজী কোনভাবেই বরদাস্ত করা হবে না। এদেশে রাজনীতি করতে হলেও জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে। সকল কিছুর জন্য জনগণের কাছেই সকলকে জবাবদিহী করতে হবে। তিনি সেই জবাবদিহীমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় আগামী দিনের সকল নির্বাচনে সৎ, যোগ্য ও আল্লাহভিরু লোকদের ভোট দিয়ে নির্বাচিত করতে সকলের প্রতি আহবান জানান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা