অনলাইন ডেস্ক
জার্মানির মিউনিখে প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। এ সময় ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে ও দেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জার্মানির মিউনিখে শুক্রবার প্রবাসীদের আয়োজনে নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানি ছাড়াও ইউরোপের অন্যান্য দেশ থেকেও আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা এই সভায় যোগ দেন।
সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়েই গত ১৫ বছর ধরে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। তাই জনগন আবারও ভোট দিয়ে দেশকে এগিয়ের নেয়ার সুযোগ দিয়েছে।
দেশের অর্থনীতি এগিয়ে নিতে রেমিট্যান্সের টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাতে তাগিদ দেন শেখ হাসিনা। এ সময় দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতেও প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রা যাতে কেউ ব্যাহত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেশের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান, শেখ হাসিনা।
এর আগে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জলবায়ু বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বিনিয়োগ করতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে জলবায়ুর ক্ষতি মোকাবেলায় অর্থয়ান ত্বরান্বিত করতে ৬টি প্রস্তাব তুলে ধরেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা