ব্রাক্ষ্মণবাড়িয়ায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ছোঁয়ামনি
ব্রাক্ষ্মণবাড়িয়ার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ছোট্ট ছোঁয়ামনি । তার মা-বাবা গুরুতর আহত। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তারা এখন ঢাকার পথে রাস্তায় আছে।
বাংলাদেশ রেলওয়ে ফান গ্রুপের সদস্য সোহেল রানা ভুঁইয়া জানান, ছোঁয়ামনির মা-বাবাকে প্রথমে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখান থেকে ঢাকায় রেফার করা হয়েছে। ঘটনাস্থলে তার মামা মো জামাল মিয়া উপস্থিত হয়েছে। তিনি প্রশাসনের কাছ থেকে ছোঁয়ার মরদেহ বুঝে নেবেন। ছোঁয়ামনিদের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মন্দবাগ নামক স্থানে দুটি ট্রেনে সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথা ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এখন ও পর্যন্ত এ ঘটনায় নিহতের সংখ্যা ১৬ জন বলে জানা গেছে। তবে, এ সংখ্যা বাড়বে বলে আশংকা করা হচ্ছে।
আরও পড়ুন : দুর্ঘটনা তদন্তে ৫টি কমিটি, চালকসহ ৩ জন বরখাস্ত
নিহতরা হলেন−চাঁদপুরের হাজীগঞ্জের পশ্চিম রাজারগাঁওয়ের মুজিবুল রহমান (৫৫), হবিগঞ্জের ভোল্লার ইয়াছিন আরাফাত (১২), চুনারুরঘাটের তিরেরগাঁওয়ের সুজন আহমেদ (২৪), মৌলভীবাজারের জাহেদা খাতুন (৩০), চাঁদপুরের কুলসুম বেগম (৩০), হবিগঞ্জের বানিয়াচংয়ের আল-আমিন (৩০), হবিগঞ্জের আনোয়ারপুরের আলী মোহাম্মদ ইউসুফ (৩২), হবিগঞ্জের বানিচংয়ের আদিবা (২), ব্রাহ্মণবাড়িয়া সদরের ছোয়া মনি (৩), চাঁদপুরের উত্তর বালিয়ার ফারজানা (১৫), চাঁদপুরের হাইমচরের কাকলী (২০), হবিগঞ্জের রিপন মিয়া (২৫), চাঁদপুরের হাইমচরের মরিয়ম (৪), নোয়াখালীর মাইজদির রবি হরিজন (২৩), চাঁদপুর সদরের ফারজানা (১৫), হবিগঞ্জের চুনারুঘাটের পিয়ারা বেগম (৩২)। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে একজন মুন্না (২৫) কে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
লাশ হস্তান্তরের সময় প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার করে টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক শামসুজ্জামান।
ফেসবুক :
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা