অনলাইন ডেস্ক
১০ বছরের ছেলেকে বাঁচাতে জীবন দিলেন তিনি। গত রোববার ছেলেকে নিয়ে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে দুর্ঘটনায় পড়েন এই রেসলার।
ছেলেকে ডাঙ্গায় তুলতে পারলেও ৩৯ বছর বয়সী গ্যাসপার্ডকে বাঁচাতে পারেনি লাইফগার্ড। চোখের সামনেই গভীর সমুদ্রে তলিয়ে যান তিনি।
ক্যালিফোর্নিয়ার ভেনিস সৈকতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রোববার লকডাউনে সমুদ্রসৈকত উন্মুক্ত করে দেয় ক্যালিফোর্নিয়া প্রশাসন। এতে ঘরবন্দি দশা থেকে রেহাই পেতে ছেলেকে নিয়ে ভেনিস সৈকতে ঘুরতে বেরিয়ে যান গ্যাসপার্ড। হঠাৎ এক ঢেউ এসে তীর থেকে প্রায় ৭৫ গজ দূরে ছিটকে নিয়ে যায় দুজনকেই।
তাদের বাঁচাতে লাইফগার্ড ছুটে এলে গ্যাসপার্ড চিৎকার দিয়ে বলতে থাকেন– ‘আগে আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও।’
দ্রুত ছেলে আরিয়াহকে উদ্ধার করে তীরে নিরাপদে রেখে এসে গ্যাসপার্ডকে বাঁচাতে লাইফগার্ড ফের ঝাঁপ দেন সমুদ্রে। কিন্তু ততক্ষণে ধরাছোঁয়ার অনেক দূরে চলে গেছেন গ্যাসপার্ড।
ওই লাইফগার্ড জানান, তলিয়ে যাওয়ার আগমুহূর্তেও গ্যাসপার্ডের মুখে আকুতি ছিল– আমার ছেলেকে বাঁচাও।
সৈকতের ওই অঞ্চলের লাইফগার্ডপ্রধান কেনিচি হাসকেট ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘গ্যাসপার্ডের অনুরোধ রেখেছে ওই লাইফগার্ড। তিনি ডুবে যাচ্ছিলেন আর ইশারা দিয়ে আগে তার ছেলেকে বাঁচানো আকুতি জানাচ্ছিলেন। ছেলেকে উদ্ধারের মাত্র ৬০ সেকেন্ড পরই সেই লাইফগার্ড গ্যাসপার্ডকে উদ্ধারের জন্য যায়। কিন্তু চোখের সামনেই বড় একটা ঢেউ এসে গ্যাসপার্ডকে ডুবিয়ে দেয়। এর পর থেকে তাকে আর দেখা যায়নি তাকে।’
রেসলার গ্যাসপার্ড নিখোঁজের তিন দিন পর বুধবার সকালে একই সৈকতে তার মরদেহ ভেসে আসে বলে জানিয়েছে ইএসপিএন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা