বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনায় বিচার দাবি করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
সোমবার ( ৬ জানুয়ারি) সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক শম্পা বসু এক যুক্ত বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনার বিচার এবং ধর্ষক ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী,ধর্ষণের শিকার ছাত্রীটি রবিবার ( ৫ জানুয়ারি) বান্ধবীর বাসায় যেতে বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠেন। বাস থেকে কুর্মিটোলায় নামার পর অজ্ঞাতপরিচয় কয়েকজন তাঁর মুখ চেপে ধরে। এতে তিনি অচেতন হয়ে পড়েন।
এরপর তাকে ধর্ষণ করা হয়। রাত ১০টার দিকে চেতনা ফেরার পর তিনি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বান্ধবীর বাসায় যান। এরপর সহপাঠীরা তাকে ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকায় সন্ধ্যার সময় ক্যান্টনমেন্টের মতো সুরক্ষিত এলাকায় রাস্তা থেকে একজন বিশ্ববিদ্যালয় ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এ থেকেই বোঝা যায় সারাদেশে নারীদের নিরাপত্তা বলতে কিছু নেই।
বিচারহীনতার রেওয়াজ, আইনের দীর্ঘসূত্রিতা, নারীর প্রতি সমাজের অধস্তন দৃষ্টিভঙ্গী, মাদক-পর্নোগ্রাফির বিস্তার নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যাকে প্রায় মহামারী পর্যায়ে নিয়ে এসেছে।
নেতৃবৃন্দ অবিলম্বে ধর্ষক-সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান।
ক্যাম্পাস থেকে বান্ধবীর বাসায় যাওয়ার পথের রবিবার সন্ধ্যায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছে বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এই ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা হয়েছে। রোববার গভীর রাতে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁকে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা