অনলাইন ডেস্ক
আর্মি অর্ডন্যান্স কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তব্যে এ আহবান জানান তিনি।
এসময় আর্মি অর্ডন্যান্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন এবং বিএমটিএফ’র বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান। এরপর সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত আর্মি অর্ডন্যান্স কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং এ কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন।
সেনাবাহিনী প্রধান অর্ডন্যান্স সেন্টার এন্ড স্কুলে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া, আর্মি অর্ডন্যান্স কোরের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট, কমান্ড্যান্ট বিপসট ও কমান্ড্যান্ট অর্ডন্যান্স সেন্টার এন্ড স্কুলসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ।
এ সময় আর্মি অর্ডন্যান্স কোরের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
এসময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএমটিএফ এর বিভিন্ন স্থাপনার উদ্বোধন করেন সেনাপ্রধান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা