শাহরিয়ার পারভেজ রাজন
চ্যানেল আইয়ের চলচ্চিত্র বিভাগের নির্বাহী প্রযোজক কাজী শাহরিয়ার পারভেজ রাজন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঢাকার এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৪০ বছর।
তার এই অকাল মৃত্যুর খবরে চ্যানেল আইসহ মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তিনি প্রায় এক যুগ ধরে চ্যানেল আইতে কর্মরত ছিলেন। তার এই অকাল মৃত্যুর খবর কিছুতেই মেনে নিতে পারছিলেন না সহকর্মীরা।
চ্যানেল আইয়ের তথ্য কর্মকর্তা সেলিম নুর জানান, বৃহস্পতিবার ( ১৩ ফে্ব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় চ্যানেল আই প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাকে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি এক ছেলে, স্ত্রী, দুই বোন, মা এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রহী রেখে গেছেন। রাজনের বাবা ছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রডিউসার কাজী কাইয়ুম (প্রয়াত)। রাজনের মৃত্যুতে চ্যানেল আইয়ের কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা