সিনিয়র স্টাফ রিপোর্টার : ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এ দিবসকে কেন্দ্র করে চ্যানেল আই দিন্যাপি বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।
এসব অনুষ্ঠানের মধ্যে গানের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার যত গান‘র এক’শ সাততম বিশেষ পর্ব প্রচার হবে ওইদিন বিকেল ৩ টা ০৫ মিনিটে। এ পর্বে অংশ নিবেন আঁখী আলমগীর।
অনুষ্ঠানটি চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে। পরিচালনা করবেন অনন্যা রুমা। পরিচালক সূত্রে জানা গেছে আঁখী আলমগীর শুধু নারীদের নিয়ে রচিত গানগুলো পরিবেশন করবেন।
এছাড়া ৮ মার্চ সকাল ৭.৩০ মিনিটে প্রচার হবে গান দিয়ে শুরু সরাসরি, ১১:৩০ মিনিটে দেখানো হবে নারী দিবস নিয়ে নির্মিত হৃদয়ে মাটি ও মানুষ‘র বিশেষ পর্বের পুনঃপ্রচার। সকাল ১১:৫৪ মিনিটে রয়েছে ৩৬৫ সেকেন্ড রাজনীতি নয়‘র পুনঃপ্রচার। দুপুর ১২:৩৫ মিনিটে প্রচার হবে ওয়ালটন তারকাকথন সরাসরি। বেলা ০১:০৫ মিনিটে এবং সিনেমার গান অনুষ্ঠানে নারীদের নির্মিত সিনেমার গান পরিবেশিত হবে।
বিকেল ০৫:৩০ মিনিটে প্রচার হবে বিনোদন টক শো রূপান্তর। ৬টায় প্রচার হবে শিল্পলোক‘র বিশেষ পর্ব। ৬:২৫ মিনিটে রয়েছে যে রাঁধে সে চুলও বাঁধে। সন্ধ্যা ৬:৪৫ মিনিটে দেখানো হবে ৩৬৫ সেকেন্ড রাজনীতি নয়‘র নতুন পর্ব এবং রাত ৮.৩০ মিনিটে প্রচার হবে মেট্রোসেম টু দি পয়েন্ট।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা