অনলাইন ডেস্ক
সীমান্তে প্রতিনিয়ত বাড়ছে চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ড। এ দুটিই সীমান্ত হত্যার পেছনে বড় কারণ বলে জানালেন বাংলাদেশে নিযুক্ত সদ্য বিদায়ী ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নওগাঁর আত্রাই উপজেলায় অবস্থিত গান্ধী আশ্রম ও রবীন্দ্রনাথের কাচারি বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘সীমান্ত এলকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চোরাচালান বন্ধ করা না গেলে সহজে হত্যা বন্ধ করা যাবে না। এগুলো কেনো হচ্ছে তা খতিয়ে দেখা দরকার।’
তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধী দুজনেই ছিলেন অসাম্প্রদায়িক চেতনার। ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের পেছনে মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুর- এই দুই মহামানবেরও অবদান রয়েছে। সেই চেতনা ধারণ করে সম্প্রীতির বন্ধনে এগিয়ে যাবে দু’দেশ।’
এ সময় রীভা গাঙ্গুলী দাশের সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি এবং আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন।