করোনভাইরাসের কারণে দীর্ঘ তিন মাস পর নিজেদের পরিবারের কাছে ফিরলো চায়না সুপার লিগের (সিএসএল) দল উহান জাল। নিজ শহর শহর ও পরিবারের কাছে ফিরতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েছে দলের সদস্যরা। স্পেনে ১০৪ দিন আটকে পড়েছিল উহান জাল। করোনাভাইরাসে অসংখ্য মানুষের মৃত্যু ও সংক্রমনের কারনে গত জানুয়ারি থেকে উহান শহরটি বন্ধ করে দেয়া হয়েছিল। কারণ এই শহরটি থেকেই সারাবিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস।
উহান শহরটি থেকে এখন লকডাউন তুলে নেয়া হয়েছে। শনিবার রাতে উহানে ফেরার পর ট্রেন স্টেশনে দলটির সাথে হাজার-হাজার সমর্থক সাক্ষাৎ করেছে। স্থানীয় গণমাধ্যমের রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মত ওয়েবোতে দলটি জানায়, ‘তিন মাসের বেশি সময় বাইরে কাটানোর পর উহান জাল দলের খেলোয়াড়রা নিজ শহরে পা রাখল।’
আগামী বুধবার থেকে আবারো অনুশীলন শুরু আগে, উহান জাল দলের স্প্যানিশ কোচ হোসে গঞ্জালেজ বাড়িতে কিছুদিন সময় কাটাবেন।উহান জাল জানায়, ‘স্থানীয় খেলোয়াড়রা পুনরায় পরিবারের সাথে মিলিত হবেন। তিন মাসের বেশি ধরে পরিবারের কারও সাথে তাদের দেখা হয়নি। খেলোয়াড় পাবিারিক সমর্থন ও পরিস্থিতি বুঝতে পারায় তাদের কাছে ক্লাব কৃতজ্ঞ।’
দলটির স্বদেশ প্রত্যাবর্তন ছিল চূড়ান্ত অধ্যায়। দলটি নতুন চাইনিজ সুপার লিগের মৌসুমের অনুশীলন শুরু করেছিল। দক্ষিণাঞ্চলে শহর গুয়াংজুতে গত জানুয়ারির প্রথম দিকে অনিদিষ্টকালের জন্য লিগটি বন্ধ হয়ে যায়। জানুয়ারির শেষের দিকে স্পেনের মালাগাতে গিয়েছিল জাল। ঐ অবস্থায় উহান শহর ও ১১ মিলিয়ন মানুষ করোনাভাইরাসের কারনে বিধিনিষেধের মধ্যে আটকে পড়ে। ফলে দেশে ফিরতে পারেনি দলটি।
কোচ গঞ্জালেজ তখন স্প্যানিশ মিডিয়াকে বলেছিলেন, ‘তারা ভাইরাসে ভয় পাচ্ছে না, তারা অ্যাথলেট। কিন্তু মার্চে ভাইরাসটি স্পেনে শুরু হলে, চীনে ফেরার জন্য জাল সকল আয়োজন করে। কারণ উহানে সংক্রমণের সংখ্যা দ্রুতই কমছিল। শনিবার সন্ধ্যায় গুয়াংজু থেকে উহানে যাবার আগে পুরো দল তিন সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকবে। এরপর কাছের শহর ফোশনে অনুশীলন শুরু করবে তারা।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা