অনলাইন ডেস্ক
মঙ্গলবার আসরের প্রথম রাউন্ডে ৩৯ বছর বয়সী সেরেনার প্রতিপক্ষ ছিলেন বেলারুশের আলিয়াকজান্দ্রা সাসনোভিচ। প্রথম সেটে শুরুতে সার্ভিস ব্রেক করে ৩-১ গেমে এগিয়ে যান সেরেনাই। কিন্তু এরপরই হঠাৎ বাঁ পায়ের গোড়ালিতে চোট পান।
তখন চিকিৎসার জন্য কোর্ট ছেড়ে বেরিয়ে যান সেরেনা। এরপর ফিরে এসে দুটি গেম হারেন। ৩-৩ অবস্থায় তিনি পড়ে যান। চেয়ার আম্পায়ার তাকে উঠে দাঁড়াতে সাহায্য করেন। কিন্তু ওই অবস্থায় তার পক্ষে আর খেলা সম্ভব হয়নি। তাই চোখের জলে সেন্টার কোর্টকে বিদায় জানান এ বারের ষষ্ঠ বাছাই।
সাসনোভিচ দ্বিতীয় রাউন্ডের টিকিট পেলেও সেরেনার জন্য ব্যথিত, ‘সত্যিই সেরেনার জন্য খারাপ লাগছে। সে গ্রেট চ্যাম্পিয়ন। টেনিসে কখনো কখনো এমন হয়। তার জন্য শুভ কামনা।’
এ বার উইম্বলডনে দ্বিতীয় দিন যেতে না যেতেই সেন্টার কোর্ট নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সেরিনার চোট পাওয়ার কয়েক ঘণ্টা আগে রজার ফেডেরারের বিরুদ্ধে ম্যাচে চোট পান আদ্রিয়ান মানারিনো। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪-৬, ৭-৬ (৭-৩), ৬-৩, ২-৬ অবস্থায় ম্যাচ ছেড়ে দেন মানারিনো। প্রথম রাউন্ডেই ফেডেরারকে পঞ্চম সেটে নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত খেলতে পারলে হয়ত উইম্বলডনের ইতিহাসে সবথেকে বড় অঘটনটা ঘটিয়েও ফেলতেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা