রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি ৬০ গ্রাম সোনাসহ মো. মুরশেদ হোসেন নামের সোনা চোরাচালান কারিকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের কর্তৃপক্ষ।
আটক সোনার বাজার মূল্য প্রায় ৩ কোটি ২১ লাখ টাকা। গতকাল (২৮ নভেম্বর) বৃহস্পতিবার ভোরে শাহজালাল বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে এসব সোনা উদ্বার করা হয়।
বিমানবন্দর কাস্টমস হাউস সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের (কিউআর-৬৩৮) নম্বরের উড়োজাহাজটি অবতরণ করে। ওই বিমানের যাত্রী ছিলেন মো. মুরশেদ হোসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থা জারি করে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা। এরপর যাত্রী মুরশেদ হোসেন বিমানবন্দরে নেমে তড়িঘড়ি করে গ্রিন চ্যানেল অতিক্রমকালে রাত সাড়ে ৩টার দিকে কাস্টমস হাউজের কর্মকর্তারা তাকে সন্দেহ করেন। পরে তার হাতে বহনকৃত ক্রোকারিজ সম্বলিত (খোলা গ্লাস সেট) শপিং ব্যাগ স্ক্যানিং ও তার সাথে থাকা লাগেজ তল্লাশী করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬ কেজি ৬০ গ্রাম সোনা পায়। এসময় সোনা পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে যাত্রী মুরশেদ হোসেনকে আটক করা হয়।
বিমানবন্দর কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, ৬ কেজি ৬০ গ্রাম সোনারসহ মুরশেদ হোসেন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। জব্দকরা সোনার মূল্য প্রায় ৩ কোটি ২১ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মো: মুরশেদ হোসেন সোনা চোরাচালান ঘটনার সত্যতা স্বীকার করেন। আটককৃত সোনা কাস্টমস হাউজে জমা রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সোনা চোরাচালান আইনে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, বিমানবন্দরের আর্মড পুলিশ অভিযান চালিয়ে ১৪৮ কার্টন আমদানী নিয়ন্ত্রিত সিগারেটসহ ২ জনকে আটক করেছে। শারজাহ থেকে আসা মোঃ ওমর ফারুক (৩৩) ৭৪ কার্টন ও মোঃ জাহিদ হোসেন (৩৩) ৭৪ কার্টন সিগারেট নিয়ে আসছিলেন। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মোঃ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দেখুন লাল সবুজের কথা’র ফেসবুক পেজ ।
আরও পড়ুন : জলবায়ু অর্থায়নে দূষণকারী দেশগুলোর ঋণের পরিবর্তে অনুদান নিশ্চিত করার দাবি টিআইবি’র
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা