অনলাইন ডেস্ক
সবশেষ তারা ১৯৯২ সালে সেমিফাইনাল খেলেছিল। সেবার অবশ্য তারা চ্যাম্পিয়নও হয়েছিল। এরপর এবার আবার তারা সেমিফাইনালে উঠলো। মাঝে দুইবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে একবার। একবার তারা ইউরো খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি।
আজারবাইজানের রাজধানী বাকুর অলিম্পিক স্টেডিয়ামে শনিবার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয় ডেনমার্ক ও চেক রিপাবলিক।
খেলা শুরুর ৫ মিনিটে ডেনমার্কের হয়ে গোল করেন টমাস ডেলানি। এরপর বিরতিতে যাওয়ার আগে ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাসপের ডলবার্গ।বিরতির পর চেক রিপাবলিক খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। ফলও পায় অল্প সময়ের মধ্যে। ৪৯তম মিনিট গোল করেন পাত্রিক শিক।৭৮তম মিনিটে একটি ভালো সুযোগ পায় ডেনমার্ক। এরপর যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে চেক রিপাবলিকের বারাকের ভলি পোস্টের সামান্য বাইরে দিয়ে গেলে পরের ধাপে যাওয়ার আশা শেষ হয়ে যায় তাদের। উৎসবে মেতে উঠে ডেনিশরা।
সেমিফাইনালে ডেনিশরা ইংল্যান্ড অথবা ইউক্রেনের মুখোমুখি হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা