অনলাইন ডেস্ক
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষা করে সবার শরীরেই করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ শনাক্তের হার শতভাগ। শনাক্তের এই হার দেশের সব অঞ্চলের মধ্যে রেকর্ড। এদিকে একই সময়ে জেলায় করোনা আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুন) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, বুধবার চুয়াডাঙ্গার ৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১ জনের শরীরেই করোনার অস্তিত্ব পাওয়া যায়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হলেন ২ হাজার ৮৩৭ জন। নতুন ৪১ জনের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলাতে ১৯ জন, জীবননগর উপজেলায় ১৪ জন, আলমডাঙ্গা উপজেলায় ৭ জন ও দামুড়হুদা উপজেলার ১ জন। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়ছেন আরো ২৯ জন। এ পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৪৯ জনে।
হাসপাতালের বর্তমান চিত্রে জানা গেছে, বুধবার রাত পর্যন্ত চুয়াডাঙ্গায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৭ জনে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬১ জন, বাসায় আইসোলেশনে আছেন ৬৩৩ জন ও রেফার্ড করা হয়েছে ৪ জনকে।
এছাড়া ক্রমাগত করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বুধবার (২৩ জুন) সকাল ৬টা থেকে জীবননগর উপজেলায় কঠোর লকডাউন শুরু হয়েছে। এর আগে (২০ জুন) সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গা পৌরসভাসহ সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে সাত দিনের জন্য লকডাউন শুরু হয়। ১৫ জুন লকডাউন করা হয় জেলার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলা।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা