অনলাইন ডেস্ক
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুরে র্যাব-১৩ এর সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজন জড়িত থাকার দায় স্বীকার করেছেন। তারা হলেন, রংমিস্ত্রি নবীরুল, যুবলীগ কর্মী আসাদুল ইসলাম ও আরেক রং মিস্ত্রী সান্টু কুমার বিশ্বাস।
তবে অধিকতর তদন্তের মাধ্যমে হামলার ঘটনার পৃথক কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে বলেও জানান র্যাব-১৩ এর অধিনায়ক।
র্যাব-১৩ এর অধিনায়ক জানান, ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। র্যাব শুরু থেকেই এ ঘটনায় ছায়া তদন্ত অব্যাহত রাখে। ঘটনার পরের দিন শুক্রবার ভোরে হিলির কালীগঞ্জ থেকে আসাদুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ি দিনভর অভিযান চালিয়ে নবিরুল ও সান্টু কুমারকে গ্রেপ্তার করা হয়।
আসামি আসাদুল হকের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, চুরির উদ্দেশ্যেই তারা ইউএনওর বাড়িতে প্রবেশ করে। কিন্তু তার উপস্থিতি টের পেয়ে যান ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। এসময় সঙ্গে থাকা হাতুড়ি দিয়ে তাদের দুজনকে একের পর এক আঘাত করে নবীরুল। এরপর বাসা থেকে বেরিয়ে চলে যায় হামলাকারী।
র্যাব-এর জিজ্ঞাসাবাদে সিসিটিভি ফুটেজে লাল গেঞ্জি পরিহিত ব্যক্তিটি আসাদুল নিজে বলে স্বীকার করেন। তার বক্তব্য অনুযায়ি লাল গেঞ্জি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে অপর দুজন নবীরুল ও সান্টুকে গ্রেপ্তারে অভিযান চালাই। তারা ঘনঘন অবস্থান পরিবর্তন করলেও পরে তাদের গ্রেপ্তারে সক্ষম হই। এ ঘটনার মূল পরিকল্পনাকারী নবিরুল।
তিনি আরও বলেন, এখনও ছায়া তদন্ত চলছে। ঘটনার নেপথ্যে আরও কোনো কারণ আছে কি-না তা জানতে আরও সময় লাগবে। অভিযুক্তদের রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
এই ঘটনায় মোট ছয়জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা হলেন – ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক (বহিষ্কৃত) জাহাঙ্গীর আলম (৪২), শিংড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দক্ষিণ দেবীপুর গ্রামের গোলাম মোস্তফা আদুর ছেলে মাসুদ রানা (৪০) ও নৈশপ্রহরী নাহিদ হোসেন পলাশ (৩৮)।
প্রসঙ্গত, গত বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে। হত্যার উদ্দেশ্যে তারা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।
এ হামলার ঘটনায় ইউএনও ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ বাদী হয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা