সিনিয়র স্টাফ রিপোর্টার
চীনের উহান ফেরত ৩১২ জন যাত্রী সবাই সুস্থ আছে। তবে, তাদেরকে কোয়ারেন্টিন পরবর্তি আরো ১০ দিন সীমিত চলাচল ও নিজেেেদর স্বাস্থ্য পরিস্থিতি অবহিত করতে আইইডিসিআর-এর সাথে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেয়া হয়েছে। তাদের প্রতি নির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। তাদের কেউ কেউ হটলাইনে নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করেছেন, নিয়ন্ত্রণ কক্ষ থেকেও তাদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। তারা সবাই সুস্থ আছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদেরকে করোনা ভাইরাস ( কোভিড-১৯) সম্পর্কে নিয়মিত অবহিতকরণকালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক প্রফেসর ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা একথা বলেন।
এসময় তিনি বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, দেশ-বিদেশের বরাত দিয়ে নানা গুজবের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সামাজিক গণমাধ্যমে (ফেসবুক, টুইটার এবং অন্যান্য) এর উদ্বেগজনক প্রসার ঘটছে। প্রচারিত এসব গুজবের প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপের অংশ হিসেবে গুজবের সত্যতা যাচাইয়ের জন্য বিভিন্ন ধরণের গণমাধ্যম পর্যালোচনা করা হচ্ছে এবং গুজব নিরসনের জন্য জবাব প্রস্তুত করে তা প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। কোন কিছু জানতে হলে আইইডিসিআর-এর হটলাইনে যোগাযোগ করবেন।
তিনি এসময় জানান, সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস থেকে প্রেরিত সর্বশেষ খবরে আমরা জানতে পেরেছি যে, মোট ৫ জন বাংলাদেশের নাগরিক করেনা ভাইরাস (কোভিড-১৯ ) সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১ জন আইসিইউ-তে আছেন। কোয়ারান্টাইনে আছেন ৫ জন বাংলাদেশের নাগরিক। সিঙ্গাপুরে সর্বমোট ৮১ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগী চিকিৎসাধীন।
এদিকে, দেশে ২১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভিন্ন বিমানবন্দর, স্থল বন্দর দিয়ে দেশে প্রবেশ করা ২২০৫৫৩ জন যাত্রীকে করোনা ভাইরাস (কোভিড-১৯) স্ক্রিনিং করা হয়েছে। এরমধ্যে একজনকে সন্দেহভাজন পায়, পরে তিনি ভাইরাসমুক্ত বলে জানা যায়। এ পর্যন্ত আইইডিসিআর ৭৫ জনের এই ভাইরাস আছে কিনা পরীক্ষা করেছে।
কোভিড -১৯ সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। কয়েকটি স্বাস্থ্য বার্তাঃ কোনউপসর্গ না থাকলে কোভিড-১৯ পরীক্ষা করার কোন প্রয়োজন নেই চীন অথবা সিঙ্গাপুর অথবা আক্রান্ত দেশে ভ্রমণ না করলে কোভিড-১৯পরীক্ষা করার কোন প্রয়োজন নেই ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন ঘনঘন সাবান-পানি দিয়ে দুই হাত ভালোভাবে (অন্তত ২০ সেকেন্ড ধরে) ধুয়ে নিন কাশি শিষ্টাচার মেনে চলুন (হাঁচি/কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন)
প্রয়োজনে কারো কোভিড-১৯ সম্পর্কে বিস্তারিত জানার থাকলে আইইডিসিআর এর হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। আইইডিসিআর-এর হটলাইন নম্বর : ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা