চীন থেকে ফিরে আসা বাংলাদেশীদের নাগরিকদের কারো শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)পরিচালক প্রফেসর ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি)আইইডিসিআর এর সভাকক্ষে করোনা ভাইরাস সংক্রান্ত অবহিতকরণ সভায় তিনি এতথ্য জানান।
তিনি জানান, গত ০৪ ফেব্রুয়ারি রাতে তিন বছরের একটি শিশু অসুস্থ হয়ে পড়ায় তার বাবা-মাসহ তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। তার সংক্রমণের পরীক্ষার পর কোন প্রমাণ পাওয়া যায় নাই। স্থানান্তরিত ৩ বছরের শিশুসহ সম্মিলিত সামরিক হাসপাতালে আইসোলেশন ইউনিটে রাখা ১১ জন এবং উহান ফেরত সকল যাত্রীর অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। কুর্মিটোলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি একজন উহান ফেরত যাত্রীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় পুনরায় গত ৬ ফেব্রুয়ারি রাতে আশকোনা হাজী ক্যাম্পে ফিরিয়ে নেয়া হয়।
এসময় তিনি যাত্রীদের অভিভাবকদের প্রতি উদ্বিগ্ন না হতে অনুরোধ জানান। এসময় তিনি জানান. অভিভাবকদের কেউ কেউ আশকোনা কোয়ারান্টাইন কেন্দ্রের প্রধান ফটকে অবস্থান করছেন। আইইডিসিআর-এ অভিভাবকদের নিয়মিতভাবে প্রতিদিন বিকেল তিনটায় যাত্রীদের স্বাস্থ্যগত তথ্য অবহিত করা হবে।
কারো প্রয়োজনে আইইডিসিআর-এর হটলাইন নম্বর এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে। নম্বর হচ্ছে : ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১
আইইডিসিআর নির্দেশিত করোনা ভাইরাস প্রতিরােধে করণীয় * ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধুবেন (অন্তত ২০ সেকেন্ড যাবৎ) * অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না * ইতোমধ্যে আক্রান্ত এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন * কাশি শিষ্টাচার মেনে চলুন (হাঁচি/কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন) * অসুস্থ পশু/পাখির সংস্পর্শ পরিহার করুন * মাছ-মাংস ভালোভাবে রান্না করে খাবেন * অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন *জরুরী প্রয়োজন ব্যতীত চীন ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং প্রয়োজন ব্যতীত এ সময়ে বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করুন * অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা