অনলাইন ডেস্ক
দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানায়, রাশিয়া-ভারত কৌশলগত অংশীদার। রাশিয়ার আমন্ত্রণে অনেক আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করেছে ভারত। তবে করোনাভারাস ও অন্যান্য সমস্যার কারণে ভারত সিদ্ধান্ত নিয়েছে এ বছর ‘কাভকাজ ২০২০’এ কোনো সেনা না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে রাশিয়ার আয়োজিত সামরিক মহড়ায় অংশ নিচ্ছে চীন-পাকিস্তানের সেনাবাহিনী।
পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, চীন ওই সামরিক মহড়ায় অংশগ্রহণ করায় ভারত তার সেনাবাহিনী পাঠাবে না। কারণ হিসেবে মন্ত্রণালয় বলছে, চীনের সঙ্গে ভারত পূর্ব লাদাখে সংঘর্ষ হয়েছে। এ ছাড়া চীনের সঙ্গে ৪ হাজার কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ সীমানা (এলএসি) জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাদের সঙ্গে বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নেওয়া আমাদের পক্ষে স্বাভাবিকভাবে ব্যবসা হতে পারে না।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা