চীন থেকে বিশ্বের ১৩টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এই দেশগুলোর যে নাগরিকরা এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তারা প্রত্যেকেই চীনে গিয়েছিল।
আলজাজিরা জানিয়েছে, কানাডায় ১ জন, ফ্রান্সে ৩ জন, জাপানে ৩ জন, অস্ট্রেলিয়ায় ১ জন, মালয়েশিয়ায় ৩ জন, নেপালে ১ জন, সিঙ্গাপুরে ৩ জন, দক্ষিণ কোরিয়ায় ২ জন, তাইওয়ানে ৩ জন, থাইল্যান্ডে ৫ জন, যুক্তরাষ্ট্রে ২জন, ভিয়েতনামে ২ জন আক্রান্ত হয়েছে।
ইতিমধ্যে চীনে ৫৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ পরিস্থিতিকে এরই মধ্যে ‘ভয়াবহ’ বলে সতর্ক করে দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এ মহাবিপর্যয় মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি।
বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ভাইরাসটি সম্পর্কে সতর্ক করেছে। ইতিমধ্যে বিমানবন্দরে যারা চীন থেকে এসে প্রবেশ করছে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বাংলাদেশী ৫০০ শিক্ষার্থী চীনের উহান প্রদেশে আটকা পড়েছে। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথা জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা