করোনা ভাইরাস চীনে ছড়িয়ে পড়ার পর সেখান থেকে ফেরা ৩০১৪ জন যাত্রীকে বিমান বন্দরে পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে কারো করোনা ভাইরাসে সংক্রমণ পাওয়া যায়নি। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাইনস্টিটিউট (আইইডিসিআর)থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ যাবত চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশে নতুন একটি করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ সম্পর্কে বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পূর্ণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মোঃ জাহিদ মালেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে করোনা ভাইরাস এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সকল মন্ত্রণালয়, বিভাগ এর প্রতিনিধিদের সার্বিক সহায়তা কামনা করেন। বৈঠকে সকল মন্ত্রণালয়, বিভাগ এর উপস্থিত প্রতিনিধিগণ সার্বিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।
বৈঠকে জানানো হয়েছে, এ পর্যন্ত বিমান বন্দরে চীন থেকে আসার পর স্ক্রিনিং করা যাত্রীর সংখ্যা ৩০১৪ জন, এসময় স্ক্রিনিং এর মাধ্যমে কোন সন্দেহজনক রোগী পাওয়া যায়নি। ইতিমধ্যে আইইডিসিআর হটলাইন চালু করেছে। সেখানে মোট কল এর সংখ্যা ২৬ টি। আইইডিসিআর হটলাইন এ ২০১৯–করোনা ভাইরাস সংক্রান্ত মোট কলের সংখ্য ১৬ টি। এখানে সেবা নিয়েছেন ৬ জন। তবে, আইইডিসিআর এখন পর্যন্ত কোন সন্দেহজনক রোগী পায়নি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা